• বিসিক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

    বিবিএনিউজ.নেট | ০৭ এপ্রিল ২০১৯ | ১১:৪২ পূর্বাহ্ণ

    বিসিক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
    apps

    রাজধানীর উত্তরায় হয়ে গেল বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে বিসিকের কর্মকর্তাদের ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন- প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স’-এর তৃতীয় পর্ব। ৬ দিনব্যাপী এ আবাসিক কোর্স অনুষ্ঠিত হয় উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট, স্কিটি মিলনায়তনে। বিসিকের প্রধান, জেলা, উপজেলা ও আঞ্চলিক কার্যালয়ের ২৫ জন প্রশিক্ষক ও কর্মকর্তাকে উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসা প্রসারের অন্তর্জাতিক মডিউলে এ প্রশিক্ষণ দেয়া হয়। বিকেলে স্কিটি মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এসময় প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঝে সনদপত্র প্রদান করেন বিসিক চেয়ারম্যান মো. মোশ্তাক হাসান, এনডিসি।

    Progoti-Insurance-AAA.jpg

    এটি মূলত প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স যার মাধ্যমে বিসিকে দক্ষ প্রশিক্ষক পুল তৈরী হবে। সারাদেশে বিসিক কার্যালয়গুলোতে যারা উদ্যোক্তা উন্নয়ন কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন এবং উদ্যোক্তাদের সহায়তা করেন, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। যাতে তারা ভবিষ্যতে সারাদেশে বিসিকের শিল্প সহায়ক কেন্দ্র ও কার্যালয়গুলোতে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করতে পারেন। ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের তিনজন সিনিয়র এক্সপার্ট ৬ দিনের এ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছেন।

    এর আগে জানুয়ারী ও ফেব্রুয়াররিতে ৫০ জন বিসিক কর্মকর্তা শিল্প উদ্যোক্তা উন্নয়ন কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। মোট ৪টি ধাপে সারাদেশের প্রায় ১শ বিসিক কর্মকর্তা ও প্রশিক্ষকদের এ প্রশিক্ষণ প্রদান করা হবে। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং প্রিজম প্রকল্পের পরিচালক মো. মাহবুবুর রহমান, স্কিটির অধ্যক্ষ মো. শফিকুল আলম, প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেতসহ বিসিক, স্কিটি ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।


    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ এপ্রিল ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রডের দাম বাড়ছে

    ১৩ জানুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি