বিবিএ নিউজ.নেট | ২২ ফেব্রুয়ারি ২০২১ | ১:৩৫ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৮ ফেব্রুয়ারি বিএসইসি কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তনের নির্দেশ দেয়।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৭৫ কোটি এবং পরিশোধিত মূলধন ১৬৬ কোটি ৪৮লাখ ২০ হাজার টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ৫১ কোটি ৫৯ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৯৬৪টি। এর মধ্যে ১৮.০৭ শতাংশ পরিচালক, ১৮.২৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৬৩.৬৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বাংলাদেশ সময়: ১:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy