
বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০১৯ | প্রিন্ট | 849 বার পঠিত
দেশের বীমাশিল্পে প্রয়াত গুণীজনদের প্রতি শ্রদ্ধা জানাতে এক স্মরণসভা ও সম্মাননা (মরণোত্তর) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অর্থনীতি বিষয়ক পত্রিকা মালিকদের সংগঠন ইকনোমিক মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইমা) উদ্যোগে আগামী ১১ মার্চ বেলা ১১টায় রাজধানীর তোপখানা রোডস্থ সিরডাপ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হবে। সংগঠনটির সভাপতি মোহাম্মাদ মুনীরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের বীমা অঙ্গন আজকের পর্যায়ে নিয়ে আসতে যাদের অবদান ও শ্রম রয়েছে, তাদের কথা দেশবাসীকে জানাতেই এই উদ্যোগ। একটা সময় যে বীমাশিল্পে মানুষ আসতে চাইতো না, সেখানে আজ বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেধাবীদের অন্তর্ভুক্তি ঘটছে। এটা নিঃসন্দেহে এই শিল্পের জন্য একটি ইতিবাচক দিক। তবে যাদের অক্লান্ত শ্রম ও সাধনায় বীমা খাতের এই পথচলা শুরু হয়েছিল তাদের ভুলে গেলে চলবে না। গুণীজনকে তার যথার্থ মূল্যায়ন করতে হবে। সেই প্রেরণা থেকেই দেশীয় বীমাশিল্পের গুণীজনদের নিয়ে প্রথমবারের মতো সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ইকনোমিক মিডিয়া অ্যাসোসিয়েশন।
এ আয়োজনে বীমাশিল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
Posted ৫:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed