| বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 120 বার পঠিত
বীমা কর্পোরেশন আইন, ২০১৯ অনুযায়ী কোনো বেসরকারি বীমা কোম্পানিকে সরকারি সম্পত্তি বা সরকার-সংশ্লিষ্ট ঝুঁকি অবলিখনের এখতিয়ার দেয়ার সুযোগ নেই বলে মনে করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল)।
সরকারি সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা কর্পোরেশন (এসবিসি) কর্তৃক শতভাগ অবলিখনের হার পরিবর্তন করে অন্য কোন কোম্পানিকে দেয়ার প্রস্তাবনা আলোচনায় আসার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, “বীমা কর্পোরেশন আইন , ২০১৯ অনুযায়ী সকল সরকারি সম্পত্তি অথবা সরকারি সম্পত্তি সংশ্লিষ্ট ঝুঁকি বা দায় সাধারণ বীমা কর্পোরেশন ১০০% অবলিখন করবে , যার ৫০% সকল বেসরকারি নন লাইফ বীমা কোম্পানির মধ্যে সমহারে বণ্টন করবে। আইন এখানে একেবারেই স্পষ্ট।
বীমা কর্পোরেশন আইনের ১৬ (২) ধারার যে সীমার কথা হয়েছে সেটি হলো ৫০:৫০ আনুপাতিক হারের সীমা ।
উদাহরণস্বরূপ , এই হার সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা ৬০:৪০ অথবা ৩০:৭০ করতে পারে।
তবে এই সীমা নির্ধারণের বরাত দিয়ে কোন একটি কোম্পানিকে সরকারি সম্পত্তি বা এই সংশ্লিষ্ট ঝুঁকি অবলিখন করতে দেয়ার সুযোগ নেই।”
বিআইএ’র সাবেক এই প্রেসিডেন্ট মনে করেন, “বর্তমান আইন অনুযায়ী সরকারি সম্পত্তির ঝুঁকির ১০০% সাধারণ বীমা কর্পোরেশন দ্বারা অবলিখন করা হলে এই সকল সম্পত্তি যথাযথভাবে সুরক্ষিত থাকবে এবং বীমা কর্পোরেশন আইনও পরিপালিত হবে।”
Posted ১১:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | Reporter Rasel