
| সোমবার, ১৯ জুলাই ২০২১ | প্রিন্ট | 393 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেড অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণে বীমা দাবির একাংশ পেয়েছে। তালিকাভুক্ত অপর কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ১৫ কোটি টাকা পেয়েছে সায়হাম কটন।
আজ সোববার (১৮ জুলাই) অনুষ্ঠিত সায়হাম কটন মিলসের পরিচালনা পর্ষদের বৈঠকে টাকা প্রাপ্তির বিষয়টি অনুমোদন করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
উল্লেখ, গত বছরের ১৫ অক্টোবর মধ্যরাতে হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত সায়হাম কটনের কারখানায় আগুন লাগে। আগুনে সুতা উৎপাদনের জন্য গুদামে মজুদ করে রাখা সব কাঁচা তুলা পুড়ে যায়। এতে গুদামের অবকাঠামোও নষ্ট হয়ে যায়।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে কোম্পানিটির বীমা করা ছিল। বীমা দাবি হিসেবে গ্রীনডেল্টা কোম্পানিটিকে ৪২ কোটি ২ লাখ টাকা পরিশোধ করবে। এরই একটি অংশ হিসেবে ১৫ কোটি টাকার চেক দিয়েছে, যা গ্রহণ করার বিষয়টি আজ সায়হামের পর্ষদ সভায় অনুমোদিত হয়েছে।
Posted ১২:২৭ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুলাই ২০২১
bankbimaarthonity.com | rina sristy