
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট | 257 বার পঠিত
বিদেশে অবস্থানরত সকল প্রবাসী কর্মীকে বীমা সুবিধার আওতায় আনতে চায় জীবন বীমা করপোরেশন। ২০১৯ সালের ১৯ ডিসেম্বর প্রবাসী কর্মী বীমা চালুর পর থেকে যেসব কর্মী বিদেশে গেছেন, এখন তারাই শুধু বীমার আওতায় রয়েছেন।
প্রবাসী কর্মী বীমার সব সুযোগ-সুবিধা অপরিবর্তিত রেখে বয়সভিত্তিক দুই শ্রেণির পৃথক পৃথক প্রিমিয়াম নির্ধারনের প্রস্তাব করেছে কর্পোরেশন। এ বিষয়ে সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে রাষ্ট্রায়ত্ত এই বীমা কোম্পানিটি।
বর্তমানে প্রবাসী কর্মী বীমায় সবার ক্ষেত্রে প্রিমিয়াম ৯৯০ টাকা, যার মধ্যে প্রবাসীরা ৪৯০ টাকা পরিশোধ করে, বাকি ৫০০ টাকা ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড প্রবাসীর পক্ষে পরিশোধ করে থাকে।
প্রবাসীদের মধ্যে যাদের বয়স ১৮-৪০ বছরের মধ্যে, তাদের তাদের জন্য বীমার প্রিমিয়াম বাড়িয়ে ৬০০ টাকা এবং যাদের বয়স ৪১-৫৮ বছর তাদের কাছ থেকে ৮০০ টাকা নেওয়ার প্রস্তাব করেছে জীবন বীমা করপোরেশন।
প্রতিষ্ঠানটি জানায়, বৈশ্বিক মহামারির কারণে বীমা গ্রাহকদের মৃত্যু ঝুঁকি তুলনামূলকভাবে বেশি হওয়ায় প্রিমিয়াম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
/এস
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy