বিবিএ নিউজ.নেট | ০৭ মার্চ ২০২১ | ৪:৪১ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির ইজিএম আগামী ৩০ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি আগামী ১৫ এপ্রিল ইজিএমের তারিখ নির্ধারণ করেছিল। প্রসঙ্গত, বেক্সিমকো সুকুক ইস্যুর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করবে।
সুকুকের মাধ্যমে সংগ্রহ করা অর্থ কোম্পানিটির দুই সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে। কোম্পানি দুটি হচ্ছে তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেড। এ দুই কোম্পানি সৌর বিদ্যুৎ উৎপাদন করবে। এছাড়া বেক্সিমকোর টেক্সটাইল ডিভিশনের ব্যবসা সম্প্রসারণেও এ অর্থ ব্যবহার করা হবে। আর এ কারণে কোম্পানিটি বিনিয়োগকারীদের সম্মতি নিতে ইজিএম আহ্বান করেছে।
বেক্সিমকো লিমিটেডের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি এবং পরিশোধিত মূলধন ৮৭৬ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ৫ হাজার ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা।
২০১৯ সালে কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
বাংলাদেশ সময়: ৪:৪১ অপরাহ্ণ | রবিবার, ০৭ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy