নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ | প্রিন্ট | 76 বার পঠিত
পুলিশের আলোচিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং দুই কন্যার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, দুদক সচিব খোরশেদা ইয়াসমিন।
এ সময় দুদক সচিব বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এর স্ত্রী ও দুই মেয়ের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া যায়। তাদের বিরুদ্ধে স্থাবর অস্থাবর সম্পদ নোটিশ জারি করা হয়েছে।
এদিকে, এনবিআর কর্মকর্তা মতিউর রহমান এর ১ম স্ত্রী লায়লা কানিজ প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্নব মেয়ে ফারাজানা রহমান ইপ্সিতা ও ২য় স্ত্রী শাম্মি আকতার শিভলির নামে সম্পদ বিবরণীর নোটিশ জারি করা হয়েছে। এছাড়া সাবেক চেয়ারম্যান বিআইডব্লিউটিএ ও অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক ড. মো. শামছুদ্দোহার বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জনসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে। সাবেক এ কর্মকর্তা ও তার স্ত্রী ফেরদৌসি সুলতানা খন্দকার এর বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত শেষে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে চার্যশীট দাখিল করা হয়েছে।
Posted ১০:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | rina sristy