বিবিএ নিউজ.নেট | ০১ এপ্রিল ২০২১ | ৪:৩৮ অপরাহ্ণ
বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও হিসেবে যোগদান করেছেন মো. আনিসুর রহমান। আগামী তিন বছর এমডি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।
আজ বৃহস্পতিবার ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকে যোগদানের আগে মো. আনিসুর রহমান অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদান করেন।
দীর্ঘ ব্যাংকিং জীবনে তিনি শাখা ব্যবস্থাপক, অঞ্চল প্রধান, সার্কেল প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্টের সিইও হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সময়: ৪:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | rina sristy