• বেড়েছে সূচক ও লেনদেন

    বিবিএ নিউজ.নেট | ২১ জুন ২০২১ | ৬:২৯ অপরাহ্ণ

    বেড়েছে সূচক ও লেনদেন
    apps

    সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিন প্রতিটি সূচক বেড়েছে। একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। দুইকার্যদিবস পর লেনদেন আবার দুই হাজার কোটির ঘরে ওঠেছে।

    আর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪০ মাস পর ৬ হাজার ১০০ পয়েন্ট অতিক্রম করেছে।

    Progoti-Insurance-AAA.jpg

    আজ  ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ১২৫.৪১ পয়েন্টে। ডিএসইতে এই সূচকটি তিন বছর চার মাস সাত দিন বা ৪০ মাস বা ৭৭০ কার্যদিবস পর ৬ হাজার ১০০ পয়েন্ট অতিক্রম করল। এর আগে ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি সূচকটি ৬ হাজার ১০২ পয়েন্টে অবস্থান করছিল।

    আজ  ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৯৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩০৫.৫৭ পয়েন্টে এবং ২ হাজার ২২০.৮৯ পয়েন্টে।


    আজ  ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২ হাজার ৪৩ কোটি ৪৮ লাখ টাকা টাকার। যা আগের দিন থেকে ২০৮ কোটি ২৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ টাকার।

    ডিএসইতে আজ  ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৪টির বা ৬০.২২ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৯টির বা ৩১.৯৯ শতাংশের এবং ২৯টির বা ৭.৭৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

    অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৮.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৭৬২.৫৩ পয়েন্টে।

    সিএসইতে ৩০৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৫টির দর বেড়েছে, কমেছে ৯৬টির আর ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৬:২৯ অপরাহ্ণ | সোমবার, ২১ জুন ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি