
| রবিবার, ০৭ মার্চ ২০২১ | প্রিন্ট | 287 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৩৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০০টি কোম্পানির।
গতকাল ডিএসইতে টাকার অঙ্কে ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৬৯ কোটি ২০ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৭০৭ কোটি ৫৪ লাখ টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২২৯ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ২২ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০৭ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy