বিবিএ নিউজ.নেট | ১২ এপ্রিল ২০২১ | ৪:৩০ অপরাহ্ণ
অস্বাভাবিক পতনের পর উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ উভয় স্টক এক্সচেঞ্জ সূচক ছিল ঊর্ধ্বমুখী। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার অঙ্কে লেনদেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ১৮৮.২৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৩৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭.৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১১৮২.৯৬ পয়েন্টে এবং ১৯৬০.৮০ পয়েন্টে।
ডিএসইতে ৪৯৪ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৭ কোটি ৭৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৫৫ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৪৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৫৮টির বা ৪৫.৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১১১টির বা ৩২.১৭ শতাংশের এবং বাকি ৭৬টির বা ২২.৭৬ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮.৮৩ পয়েন্টে। সিএসইতে আজ ২০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দর বেড়েছে, কমেছে ৭৩টির আর ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বাংলাদেশ সময়: ৪:৩০ অপরাহ্ণ | সোমবার, ১২ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | rina sristy