
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 318 বার পঠিত
ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার সংশ্লিষ্ট বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিডি ফাইন্যান্সের পরিচালনা পষর্দ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮০ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৮৬ টাকায়।
Posted ১২:৫০ অপরাহ্ণ | সোমবার, ১২ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan