পুঁজিবাজার ডেস্ক | মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট | 912 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক এক্সেসরিজের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার তথ্যটি ভুল করে প্রচারিত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ১১ টায় প্রচারিত কোম্পানির দ্বিতীয় প্রান্তিক আর্থিক হিসাব নিয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার তথ্যটি ভুল ছিল। এখন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে সভার বিষয়ে কোনো তথ্য জানায় হয়নি।
উল্লেখ্য, কোম্পানির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,১৮) শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৬৬ পয়সা ।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed