শনিবার ২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

ব্যাংকগুলোর সুদহার কমানোর পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

বিবিএনিউজ.নেট   |   সোমবার, ১৯ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   491 বার পঠিত

ব্যাংকগুলোর সুদহার কমানোর পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

ব্যাংকগুলোর ঋণ ও আমানতের সুদহার কমানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ঋণ ও আমানতের সুদহার বেসরকারি ব্যাংকগুলোর মালিকরা সরকারের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁদের আবারও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কারণ এ প্রতিশ্রুতির বিনিময়ে তাঁরা সরকার থেকে বেশ কিছু সুবিধাও নিয়েছেন। তাই সরকারকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নয়-ছয় সুদহার বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে আপাতত কোনো সার্কুলার জারি করা হচ্ছে না।

এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও বেসরকারি ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘নয়-ছয় সুদ বাস্তবায়ন নিয়ে সার্কুলার করবে কি করবে না, সেটি কেন্দ্রীয় ব্যাংকের বিষয়। তবে ঋণ ও আমানতের সুদহার কমানোর পরামর্শ দিয়ে ঈদের আগে বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের একটি চিঠি দেওয়া হয়েছে।’

সূত্র জানায়, গত ৭ আগস্ট সব বেসরকারি ব্যাংকের এমডিদের বরাবর ওই চিঠি পাঠানো হয়। এতে বলা হয়েছে, আমানত ও ঋণ বা বিনিয়োগের সর্বোচ্চ সুদহার হ্রাসের বিষয়ে অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের পরামর্শ দেওয়া হলো। চিঠিতে ২০১৮ সালের ২ আগস্ট বর্তমান সরকারের সাবেক অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান-এমডিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ঘোষিত ঋণ বা বিনিয়োগের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ এবং তিন মাস বা তার বেশি কিন্তু ছয় মাসের কম মেয়াদি আমানতের সুদহার সর্বোচ্চ ৬ শতাংশ বাস্তবায়নের বিষয়ে যে মতৈক্য হয়েছিল, সেই উদ্ধৃতিও তুলে ধরা হয়েছে।

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:০৮ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।