আদম মালেক : | ০৪ আগস্ট ২০১৯ | ৮:০০ অপরাহ্ণ
ব্যাংক ঋণ ও আমানতের সুদের হারে সিঙ্গেল ডিজিট (নয়-ছয়) বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল।
রোববার (৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। দুপুর তিনটায় শুরু হওয়া এই বৈঠক চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এ সময় ছিলেন বাংলদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও ডেপুটি গভর্নর এসএম মুনিরুজ্জামানসহ অন্যান্যরা।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ১৬টি ব্যাংক সিঙ্গেল ডিজিট বাস্তবায়ন করছে। এর মধ্যে ৭টি সরকারি। বাকিরা সবাই কথা দিয়েছে যে তারা সিঙ্গেল ডিজিট বাস্তবায়ন করছে। এটা তাদের করতেই হবে। সুদের হার নয় ছয়ের ক্ষেত্রে শিগগিরই বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। বিস্তারিত…
বাংলাদেশ সময়: ৮:০০ অপরাহ্ণ | রবিবার, ০৪ আগস্ট ২০১৯
bankbimaarthonity.com | Sajeed