বিবিএনিউজ.নেট | শনিবার, ২২ জুন ২০১৯ | প্রিন্ট | 518 বার পঠিত
বিশ্বের সব বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশে ‘বাবা দিবস-২০১৯’ উদযাপন করেছে ব্যাংক এশিয়া। গত ১৬ জুন বাবা দিবস উপলক্ষে কেক কেটে আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা করেন ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী।
দিবসটি উপলক্ষে ব্যাংকের প্রত্যেক ‘আউটস্টান্ডিং পারফরমার’-এর বাবার কাছে কর্মক্ষেত্রে তার সন্তানের অসাধারণ অবদানের কথা জানিয়ে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠানো হয়।
ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত বাবা দিবসের অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, অতিথি হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম এ রউফ, জেপি, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, উপব্যবস্থাপনা পরিচালক মো. বোরহান উদ্দিন এবং মো. সাজ্জাদ হোসেনসহ ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১১:১১ পূর্বাহ্ণ | শনিবার, ২২ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed