বিবিএনিউজ.নেট | ২৫ মে ২০১৯ | ১১:৪৯ পূর্বাহ্ণ
রোমো রউফ চৌধুরী সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
রোমো রউফ চৌধুরী ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক। তিনি লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী। তিনি একজন তরুণ উদ্যোক্তা। উদ্যোক্তা হিসেবে তিনি ২৬ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন। তিনি র্যাংগস গ্রুপ ও সি ফিশার্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক।
বর্তমানে তিনি র্যানকন মোটরস লিমিটেড, র্যানকন মোটরবাইকস লিমিটেড, র্যানকন ট্রাক অ্যান্ড বাস লিমিটেড, র্যানকন হোল্ডিংস লিমিটেড, র্যানকন ইলেকট্রনিকস লিমিটেড, র্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, র্যাংগস লিমিটেড, র্যাংগস প্রপার্টিজ লিমিটেডসহ গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed