• ব্যাংক খাতের সমস্যা সমাধানে হচ্ছে ওয়ার্কিং গ্রুপ

    বিবিএনিউজ.নেট: | ২০ ফেব্রুয়ারি ২০১৯ | ৬:০৬ অপরাহ্ণ

    ব্যাংক খাতের সমস্যা সমাধানে হচ্ছে ওয়ার্কিং গ্রুপ
    apps

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ঋণখেলাপি, উচ্চ সুদহার, সুশাসন প্রতিষ্ঠাসহ ব্যাংক খাতের সমস্যা সমাধানে ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত হয়েছেন।

    বুধবার এফবিসিসিআইয়ের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে সম্মতি দেন তিনি।

    Progoti-Insurance-AAA.jpg

    সাক্ষাৎকালে ব্যবসায়ী নেতারা দেশের ক্রমবর্ধমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং সরকারের ভিশন পূরণে দেশে প্রয়োজনীয় বিনিয়োগ বাড়ানোর বিষয়ে জোর দেন।

    এসময় ব্যাংকগুলোর সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা, নন-পারফরমিং লোন পরিস্থিতি থেকে উত্তরণ প্রক্রিয়া, ঋণের কোনো একটি কিস্তি প্রদানে অপারগ হলে ঋণ ক্লাসিফায়েড হয়ে যাওয়ার বিষয়টি যৌক্তিকীকরণ করা, নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সহায়তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ সহায়তা প্রদান, প্রকৃত বিনিয়োগকারীদের জন্য ডেট-ইক্যুইটি অনুপাত কমানো, ঋণ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন লুকায়িত চার্জ যৌক্তিকীকরণ, অফশোর ব্যাংকিং কার্যক্রম সহজীকরণ এবং সার্বিক ব্যাংকখাতে সুশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


    বৈঠকে এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন ব্যাংক খাতে সমসাময়িক সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের সঙ্গে সময়ে সময়ে আলোচনা করার প্রস্তাব দেন। ব্যবসায়ীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠনের বিষয়ে সম্মত হন। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে এটি গঠন করা হবে বলে গভর্নর জানান ।

    বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান এবং আহমেদ জামাল, উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী এবং এসকে সুর, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম এবং সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ আলোচনায় অংশ নেন।

    এসময় এফবিসিসিআইয়ের পরিচালক এ কে এম সাহিদ রেজা এবং অন্যান্য খাতের কয়েকজন ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৬:০৬ অপরাহ্ণ | বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রডের দাম বাড়ছে

    ১৩ জানুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি