নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 298 বার পঠিত
দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার মার্কেটিং ম্যানেজার মো. শামসুল হক বেপারী (রিপন) ইন্তেকাল করেছেন। আজ (১০ সেপ্টেম্বর) সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে আজগর আলী হসপিটালে চিকিৎসা নেন। পরবর্তীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল থেকে তার হার্টে রিং পরানো হয়। চিৎকিসা শেষে সুস্থাবস্থায় বাসায় ফিরে আসলে আজ (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় দ্বিতীয় দফায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। দীর্ঘদিন দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকায় কর্মরত ছিলেন রিপন বেপারী। তিনি মাতা, স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার ঘোড়াদৌড় গ্রামে। আজ বাদ মাগরিব গেন্ডারিয়া ডিআইটি প্লট, পুকুরপাড় জামে মসজিদে জানাজা শেষে পাশের কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, বার্তা সম্পাদক কামরুল হাসানসহ পত্রিকার সংশ্লিষ্ট সকলে গভীর শোক জানিয়েছেন।
Posted ৪:০৯ অপরাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy