৭ম রমজান

ইফতারের সময় বাকি আছে

00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড

ইফতারের সময় হয়েছে।
ইফতার করুন।

শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য

সেহরির সময় বাকি আছে

00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড

শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য

Advertisement
  • ব্রোকারেজে নগদ অর্থ লেনদেন ৫ লাখ টাকা বাড়ানো হবে

    নিজস্ব প্রতিবেদক | ৩১ আগস্ট ২০২০ | ১১:৫০ অপরাহ্ণ

    ব্রোকারেজে নগদ অর্থ লেনদেন ৫ লাখ টাকা বাড়ানো হবে
    apps

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীদের নগদ অর্থ লেনদেনের পরিমান ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে খুব শীঘ্রই ১০ লাখ টাকা করা হবে। বলে জানিয়েছেন। তিনি বলেন, আজকে কমিশনের সঙ্গে ব্রোকারদের খুবই ভালো আলোচনা হয়েছে। ব্রোকারদের সঙ্গে এমন সোহাদ্যপূর্ণ আলোচনা আগে কখনও হয়নি। সভায় বিএসইসি চেয়ারম্যান শেয়ারবাজারে শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।
    আজ সোমবার (৩১ আগষ্ট) ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সদস্যের সঙ্গে এক সৌজন্য সভায় তিনি এ কথা বলেন। সভা শেষে ডিবিএ সভাপতি শরীফ আনোয়ার হোসেন আলোচনার বিষয়গুলো জানান।

    শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, আলোচনায় বিএসইসি চেয়ারম্যান ব্রোকারদের যেসব ছোটখাটো সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করবেন বলে জানিয়েছেন। আর দুই-একদিনের মধ্যে বিনিয়োগকারীদের নগদ লেনদেনের পরিমাণ ১০ লাখ টাকায় উন্নিত করবেন বলে জানিয়েছেন।

    Progoti-Insurance-AAA.jpg

    ডিবিএ সভাপতি বলেন, সভায় যাদের সামর্থ্য আছে, কিন্তু বিনিয়োগের ভালো সুযোগ পাচ্ছেন না, তাদেরকে শেয়ারবাজারে বিনিয়োগে আসার জন্য আহ্বান করেছেন বিএসইসি চেয়ারম্যান।

    ডিবিএ’র সভাপতি শরীফ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বিএসইসির কমিশনার খন্দকার কামালুজ্জামান, ড. শেখ সামছুদ্দিন আহমেদ, ড. মো. মিজানুর রহমান ও মো. আবদুল হালিম অংশগ্রহণ করেন।এছাড়া প্রায় ১৮০টি ব্রোকার হাউজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


    এর আগে গত ১৯ আগস্ট ডিবিএর সভাপতি শরীফ আনোয়ার হোসেন সাক্ষরিত এক চিঠিতে বিনিয়োগকারীদের নগদ লেনদেনের পরিমাণ ১০ লাখে উন্নিত করার জন্য বিএসইসিকে অনুরোধ করা হয়।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:৫০ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি