
| রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 879 বার পঠিত
ইন্টারন্যাশনাল ফিন্যান্স পাবলিকেশন্স লিমিটেডের ‘মোস্ট ইনোভেটিভ এসএমই ব্যাংক’ অ্যাওয়ার্ড লাভ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন এক অনুষ্ঠানে ফিন্যান্স পাবলিকেশন্সের ডিরেক্টর সুনিল ভাটের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। থাইল্যান্ডের ব্যাংককের গ্রান্ড হায়াত ইরাওয়ান হোটেলে এ ‘ইন্টারন্যাশনাল ফিন্যান্স অ্যাওয়ার্ডস ২০১৮’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন বলেন, ব্যাংকের অনন্য এসএমই নেটওয়ার্ক, ব্যবসায়ভিত্তিক প্রোডাক্ট এবং কর্মীদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আমরা আজকের এ পুরস্কার লাভ করেছি। ৪৬০টি এসএমই ইউনিট অফিস, পরিশ্রমী কাস্টমার রিলেশন্স অফিসার ও রিলেশনশিপ ম্যানেজারদের মাধ্যমে গ্রামীণ ও মফস্বল অঞ্চলে এসএমই উদ্যোক্তাদের দোরগোড়ায় ব্যাংকিংসেবা পৌঁছে দেয় ব্র্যাক ব্যাংক। এ পুরস্কার সত্যিই এসএমই অর্থায়নকে নতুন উচ্চতায় নিতে ব্যাংককে অনুপ্রাণিত করবে।
Posted ৬:২৪ অপরাহ্ণ | রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed