নিজস্ব প্রতিবেদক | ২৪ এপ্রিল ২০২০ | ৩:২৪ অপরাহ্ণ
৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদক সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেড। ঘোষিত লভ্যাংশের অর্ধেক নগদ, বাকি অর্ধেক বোনাস।
ব্র্যাক ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ওই লভ্যাংশ ঘোষণা করা হয়।
আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ১ পয়সা। গত বছর যা ৪ টাকা ৫০ পয়সা ছিল।
অন্যদিকে এককভাবে ব্র্যাক ব্যাংকের ইপিএস (ঝড়ষড় ঊচঝ) হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা, যা আগের বছর ছিল ৪ টাকা ৫০ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৯০ পয়সা।
আগামী ২৫ জুন ডিজিটাল প্ল্যাটফরমে ব্র্যাক ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ জুন।
বাংলাদেশ সময়: ৩:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saed khan