| মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 59 বার পঠিত
আজ ৩০ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪১টি কোম্পানির ১১০ কোটি৮৭ লাখ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছেপাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি পাঁচটির মধ্যে রয়েছে- আল-আরাফা ইসলামী ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল পলিমার, ইউনিলিভার কনজিউমার এবং বীচ হ্যাচারি লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৯৬ কোটি ৯৬ লাখ টাকারও বেশি।
জানা যায়, আল-আরাফা ইসলামী ব্যাংকের ৫৪ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ২২ কোটি ৪ হাজার টাকা, ন্যাশনাল পলিমারের ৮ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকা, ইউনিলিভার কনজিউমারের ৭ কোটি ৭৯ লাখ ৬০ হাজার এবং বীচ হ্যাচারি লিমিটেডের ৪ কোটি ২৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৩:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | saed khan