সোমবার ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে প্রায় পৌনে ২৬ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   306 বার পঠিত

ব্লক মার্কেটে প্রায় পৌনে ২৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ২৮ কোম্পানির প্রায় পৌনে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন, যমুনা ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, বিএটিবিসি, বিবিএস কেবলস, বেক্সিমকো ফার্মা, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এস্ককয়ার নিট কম্পোজিট, ফু-ওয়াং ফুড, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, হামিদ ফেব্রিক্স, আইএফআইসি, লংকাবাংলা ফিন্যান্স, এম.এল ডাইং, মুন্নু সিরামিক, নিটল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, এসএস স্টিল ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিগুলোর ৬০ লাখ ৪ হাজার ৮৯১টি শেয়ার ৬০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৫ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৩৭ লাখ টাকার যমুনা ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৫৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের।

এছাড়া ইউনাইটেড পাওয়ারের ১ কোটি ৩৭ লাখ ৭৫ হাজার টাকার, এসএস স্টিলের ১ কোটি ২ লাখ ৩০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ১ লাখ ২০ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সে ১০ লাখ ৪০ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫ লাখ ১০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩১ লাখ ৪৩ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২৬ লাখ ৭০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩২ লাখ ৭ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৩৭ লাখ ২০ হাজার টাকার, মুন্নু সিরামিক ২৮ লাখ ৪ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫২ লাখ ২৩ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২৩ লাখ ৩১ হাজার টাকার, আইএফআইসির ১৪ লাখ ২৮ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ৬ লাখ ৩৭ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৫ লাখ ৬৭ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ১৩ লাখ ৯০ হাজার টাকার, এস্কয়ার নিট কম্পোজিটের ৫ লাখ ৩৯ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯ লাখ ৭৫ হাজার টাকার, ডিবিএইচের ৫০ লাখ ৮ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৫ লাখ ৫ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯৮ লাখ ১৬ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৩১ লাখ ২৮ হাজার টাকার, বিবিএস কেবলসের ১৩ লাখ ৩৭ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৫১ লাখ ৯৫ হাজার টাকার এবং অগ্নি সিস্টেমসের ৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
বিষয় :
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।