নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ নভেম্বর ২০২০ | প্রিন্ট | 335 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) ব্লক মার্কেটে আজ রোববার ১৪ কোম্পানির সাড়ে ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে আজ কোম্পানিগুলোর ৩৬ লাখ ৫৪ হাজার ২০৭টি শেয়ার ২০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১২ কোটি ৫৪ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলো হলো- যমুনা ব্যাংক, রেনেটা, ইউনাইটেড পাওয়ার, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং, গ্রামীণফোন, গ্লোবাল ইন্স্যুরেন্স, বিডিকম, বারাকা পাওয়ার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং আমান ফিড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৬৭ লাখ ১৩ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের।
এছাড়া ইউনাইটেড পাওয়ারের ৯০ লাখ ৬০ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩৪ হাজার টাকার, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ৪৬ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৪ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ১২ লাখ ৬৪ হাজার টাকার, গ্রামীণফোনের ৮ লাখ ৬৩ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫৭ লাখ ৮৭ হাজার টাকার, বিডিকমের ৫ লাখ ১৪ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৬ লাখ ৩০ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৩০ হাজার টাকার এবং আমান ফিডের ১১ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৪:৫০ অপরাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan