• ব্লক মার্কেটে প্রায় ২০ কোটি টাকার লেনদেন

    বিবিএ নিউজ.নেট | ০৩ মার্চ ২০২১ | ৫:৪০ অপরাহ্ণ

    ব্লক মার্কেটে প্রায় ২০ কোটি টাকার লেনদেন
    apps

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ  বুধবার ১৭ কোম্পানিরর প্রায় ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, আইডিএলসি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আমান কটন ফাইবার্স, বিবিএস কেবলস, জিবিবি পাওয়ার, জিপিএইচ ইস্পাত, আইডিএলসি ফিন্যান্স, ইনটেক, জেএমআই সিরিঞ্জ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, লংকাবাংলা ফিন্যান্স, মালেক স্পিনিং, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, রবি আজিয়াটা, সিলকো ফার্মা ও স্ট্যাইল ক্রাফট লিমিটেড।

    Progoti-Insurance-AAA.jpg

    কোম্পানিগুলোর ২৫ লাখ ৭৫ হাজার ৬০১টি শেয়ার ৩৬ বার হাত বদল হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৯ কোটি ৮০ লাখ ২১ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

    জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার টাকার আইডিএলসির এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৭০ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের।


    এছাড়া আমান কটনের ৬ লাখ টাকার, বিবিএস কেবলসের ১১ লাখ ৮৯ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৭৬ লাখ ৩ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৫ লাখ ৩০ হাজার টাকার, ইনটেকের ৫ লাখ ১১ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৯৫ লাখ ৭৫ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৮ লাখ ৫০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১৭ লাখ ৮০ হাজার টাকা।

    মালেক স্পিনিংয়ের ৫ লাখ ৫৯ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৮ লাখ ২৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৬৫ লাখ ৭৮ হাজার টাকার, রবি আজিয়াটার ৬ লাখ ৩ হাজার টাকার, সিলকো ফার্মার ২৬ লাখ ৩৯ হাজার টাকার এবং স্টাইলক্রাফটের ১ কোটি ৫ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৫:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৩ মার্চ ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি