নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 502 বার পঠিত
মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪১ কোম্পানির প্রায় ৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, এসএস স্টিল, স্কয়ার ফার্মা, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিডিকম অনলাইন, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বেক্সিমকো ফার্মা, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ড্যাফোডিল কম্পিউটার্স, ডিবিএইচ, ডেল্টা লাইফ, গ্রামীণস্কিম-২, আইডিএলসি ইন্ট্রাকো, কেপিসিএল, লংকাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, এম.এল ডাইং, এনসিসি ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ন্যাশনাল পলিমার, ফার্মা এইডস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, রবি, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, সী পার্ল বীচ, সিমটেক্স, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, ইউসিবি, ইউনাইটেড ফিন্যান্স, ইউপিজিডিসিএল, ওয়ালটন হাইটেক ও ইয়াকিন পলিমার লিমিটেড। কোম্পানিগুলোর ১ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৩২৯টি শেয়ার ১২৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৯ কোটি ৬১ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩০ কোটি ৮ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ৬৯ লাখ ১১ হাজার টাকার এসএস স্টিলের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ২৯ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।
এছাড়া এসোসিয়েটেড অক্সিজেনের ৫ লাখ ৮ হাজার টাকার, বিডি কমের ১২ লাখ ৭৫ হাজার টাকার, বিকন ফামৃার ৫ লাখ ৫ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১৯ লাখ ৪০ হাজার টকাার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১ কোটি ৬৫ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৫৫ হাজার টাকার, সিটি ব্যাংকের ৩০ লাখ ২৪ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৪১ লাখ ৭৮ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬ লাখ ৯৮ হাজার টাকার, ডিবিএইচের ১৩ লাখ ৩ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ ৭০ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৯ লাখ ২৫ হাজার টাকার, আইডিএলসির ১১ লাখ ১০ হাজার টাকার, ইন্ট্রাকোর ৫ লাখ ২ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৫ লাখ ১০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৭৬ লাখ ৬০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ১২ লাখ ২০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৭ লাখ ২৫ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২৭ লাখ ৪০ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৫৪ লাখ ৮০ হাজার টাকার, ফার্মা এইডসের ১৬ লাখ ৮০ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯ লাখ ১৪ হাজার টাকার, রহিম টেক্সটাইলের ৫ লাখ ৪ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৮০ হাজার টাকার, রবি আজিয়াটার ৩ কোটি ৮ লাখ ২১ হাজার টাকার, সায়হাম কটনের ৪৬ লাখ ২৬ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ১১ লাখ ২৬ হাজার টাকার, সী পার্লের ৬ লাখ ৩৫ হাজার টাকার, সিমটেক্সের ১৭ লাখ ৬০ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩০ লাখ ৮০ হাজার টাকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৪ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার, ইউনাইটেড ফাইন্যান্সের ৪২ লাখ ৪০ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ১ কোটি ৩২ লাখ ৬১ হাজার টাকার, ওয়ালটনের ৯৫ লাখ ৩০ হাজার টাকার এবং ইয়াকিন পলিমারের ৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৫:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan