| মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 20 বার পঠিত
আজ ০১ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২২ কোম্পানির মোট ১৬ কোটি ৩০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো- ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ ইন্সুরেন্স, এডিএন টেলিকম, বেক্সিমকো এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৮৯ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির ৩ কোটি ১৬ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ৪৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৯১ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এডিএন টেলিকম।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বেক্সিমকোর ১ কোটি ১৬ লাখ ৩৩ হাজার টাকা এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১ কোটি ১৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৪:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan