| রবিবার, ১২ মে ২০২৪ | প্রিন্ট | 59 বার পঠিত
আজ ১২ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির মোট ৪১ কোটি ২৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো- লাভেলো আইসক্রিম পিএলসি, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলহাজ টেক্সটাইল, আনলিমা ইয়ার্ন ডাইং, ফু-ওয়াং ফুড এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। আজ এই ৬ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৭ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। এদিন কোম্পানিটির ৮ কোটি ৮২ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ আলিফ ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৯২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৩ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
অন্য ৩টি কোম্পানির মধ্যে- আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ২ কোটি ৭৪ লাখ ২৩ হাজার টাকা, ফু-ওয়াং ফুডের ২ কোটি ৫ লাখ ১৭ হাজার টাকা এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan