| সোমবার, ১০ জুন ২০২৪ | প্রিন্ট | 48 বার পঠিত
আজ ১০ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫০ কোম্পানির মোট ৪৭ কোটি ২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ১০ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো- সী পার্ল হোটেল, আলিফ ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এশিয়া, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, ব্রাক ব্যাংক, দেশ জেনারেল ইন্সুরেন্স, ডিবিএইচ ফাইন্যান্স, খান ব্রাদার্স এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেড। আজ এই দশ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯৫ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সী পার্ল হোটেলের। এদিন কোম্পানিটির ৮ কোটি ৯৯ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেনে হয়েছে ৬ কোটি ৫৫ লাখ ৩১ হাজার টাকার।
আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার। আজ ব্যাংকটির ৪ কোটি ৭৬ লাখ ২৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা পেট্রোলিয়ামের ৩ কোটি ৭৫ লাখ ৪৪ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ১ কোটি ৮০ লাখ ২১ হাজার টাকার, দেশ জেনারেল ইন্সুরেন্সের ১ কোটি ৬২ লাখ ১৮ হাজার টাকার, ডিবিএইচ ফাইন্যান্সের ১ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার, খান ব্রাদার্সের ১ কোটি ৪১ লাখ ৮৫ হাজার টাকার এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেড ১ কোটি ১৭ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৪:৩১ অপরাহ্ণ | সোমবার, ১০ জুন ২০২৪
bankbimaarthonity.com | saed khan