
বিবিএ নিউজ.নেট | সোমবার, ০২ আগস্ট ২০২১ | প্রিন্ট | 279 বার পঠিত
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানির ৬১ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ১২টির বড় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর ১ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ৩১টি শেয়ার ১০৯ বার হাত বদল হয়েছে। যার মোট মূল্য ৬১ কোটি ৮০ লাখ ৭৮ হাজার টাকা।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৬ কোটি ২৯ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে রবি আজিয়াটার। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ১৬ লাখ ৯৭ হাজার টাকার সাউথইস্ট ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন হয়েছে ফনিক্স ইন্স্যুরেন্সের।
এছাড়া গ্রামীণফোনের ৪ কোটি ৯ লাখ ৪৭ হাজার টাকার, ফরচুন সুজের ৪ কোটি ২ লাখ ৯২ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৯২ লাখ ৩৫ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৩ কোটি ৮২ লাখ ৬৬ হাজার টাকার, এসিআইয়ের ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ১ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকার, ম্যারিকোর ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ১ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার টাকার এবং ফনিক্স ফাইন্যান্সের ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে।
Posted ৪:২৩ অপরাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy