
| সোমবার, ১২ মে ২০২৫ | প্রিন্ট | 55 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ২১টি প্রতিষ্ঠান। এসব কোম্পানির মোট ৬ কোটি ৮৩ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। লেনদেনের দিক থেকে এগিয়ে থাকা পাঁচ প্রতিষ্ঠান হচ্ছে—বীকন ফার্মাসিউটিক্যালস, রিলায়েন্স ওয়ান ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, প্রাইম ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই পাঁচ কোম্পানির সম্মিলিত লেনদেন ৪ কোটি টাকারও বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে বীকন ফার্মাসিউটিক্যালসের, যার পরিমাণ ২ কোটি ২৪ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এর লেনদেন ৬৩ লাখ টাকা।
তৃতীয় অবস্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্স লেনদেন করেছে ৪৯ লাখ টাকার শেয়ার।
চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা আইএফআইসি ব্যাংক এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এর লেনদেন হয়েছে যথাক্রমে ৪৯ লাখ ও ৪৭ লাখ টাকা।
Posted ৭:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan