
বিবিএ নিউজ.নেট | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | প্রিন্ট | 563 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার (২৭ জুলাই) ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির পৌনে ৭৫ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর ১ কোটি ৯০ লাখ ২২ হাজার ৬৩৭টি শেয়ার ৬৭ বার হাত বদল হয়েছে। যার মোট মূল্য ৭৪ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪০ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৮৪ লাখ ৩১ হাজার টাকার সাউথইস্ট ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি ফিন্যান্স, বার্জার পেইন্টস, বসুন্ধরা পেপার মিলস, সেন্ট্রাল ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ব্যাংক, ই-জেনারেশন, ফু-ওয়াং সিরামিকস, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, ইসলামিক ফিন্যান্স, যমুনা ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, কাট্টালি টেক্সটাইল, মালেক স্পিনিং, ম্যারিকো, মেঘনা পেট্রোলিয়াম,ন্যাশনাল ফিড মিলস, পিপলস ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, আরডি ফুড, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সিলকো ফার্মা, সোনালী পেপার,স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।
Posted ৪:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
bankbimaarthonity.com | rina sristy