
বিবিএ নিউজ.নেট | বুধবার, ০৭ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 299 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ২১ কোম্পানির ৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে-ইসলামী ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, সিভিও পেট্রো কেমিক্যাল, ডাচ-বাংলা ব্যাংক, এম.এল ডাইং, ওরিয়ন ফার্মা, ফনিক্স ইন্স্যুরেন্স, আরডি ফুড, রিং শাইন টেক্সটাইল, রবি, সী পার্ল বীচ ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
কোম্পানিগুলোর ২ কোটি ৫০ লাখ ৪৩ হাজার ৯৮৮টি শেয়ার ৫৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮৪ কোটি ৭১ লাখ ১৭ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬০ কোটি টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৮১ লাখ ৬৮ হাজার টাকার প্রভাতী ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ১৭ হাজার টাকার লেনদেন হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের।
এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৪০ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১১ লাখ ৩৬ হাজার টাকার, বিবিএস কেবলসের ৫ লাখ ১ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকার, বিকন ফার্মার ৭ লাখ ৭৩ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকার, সিটি ব্যাংকের ২ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ২৭ লাখ ৭ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ টাকা।
ওরিয়ন ফার্মার ৫ লাখ ১২ হাজার টাকার, ফনিক্স ইন্স্যুরেন্সের ১০ লাখ ৩৬ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬৩ লাখ টাকার, আরডি ফুডের ১০ লাখ ২৫ হাজার টাকার, রিংশাইনের ১০ লখ ৯৯ হাজার টাকার, রবি আজিয়াটার ২৫ লাখ ৫০ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ১৯ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৬৬ লাখ ৫০ হাজার টাকার এবং উত্তরা ব্যাংকের ২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে।
Posted ৩:৫০ অপরাহ্ণ | বুধবার, ০৭ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | rina sristy