• বড় উত্থানে সূচক

    বিবিএ নিউজ.নেট | ১৮ জুলাই ২০২১ | ৪:২৯ অপরাহ্ণ

    বড় উত্থানে সূচক
    apps

    সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে।

    আজ ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে কিছুটা। ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স চালুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

    Progoti-Insurance-AAA.jpg

    আজ  ডিএসইএক্স সূচকটি ৫৭.৭৬ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৩৬৫.১১ পয়েন্টে দাঁড়ায়। এর আগে সূচকটি চালুর পর ২০১৭ সালের ২৬ নভেম্বর সর্বোচ্চ স্থানে অবস্থান করছিল। ওই দিন সূচকটি ছয় হাজার ৩৩৬.৮৮ পয়েন্টে অবস্থান করছিল। এর আগে ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স সূচকটি চালু হয়।

    আজ  ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০.২৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩১.১২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে এক হাজার ৩৭৯.৩৮ পয়েন্টে এবং দুই হাজার ৩০৬.০২ পয়েন্টে।


    আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৭৯৩ কোটি ২ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৪ কোটি ৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ টাকার।

    ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১০টির বা ৫৬.৩০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫০টির বা ৪০.২১ শতাংশের এবং ১৩টির বা ৩.৪৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

    অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৩৭৯.৫৪ পয়েন্টে।

    সিএসইতে আজ ৩২০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭০টির দর বেড়েছে, কমেছে ১৩৭টির আর ১৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৪:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুলাই ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি