রবিবার ৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

বড় দরপতন, লেনদেন ৩০০ কোটির নিচে

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ২৪ এপ্রিল ২০১৯   |   প্রিন্ট   |   541 বার পঠিত

বড় দরপতন, লেনদেন ৩০০ কোটির নিচে

বাংলাদেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। প্রধান বাজার ডিএসইতে লেনদেন ৩০০ কোটি টাকার নিচে নেমে এসেছে।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরই পড়ে গেছে। প্রতিবাদে বিক্ষোভ করেছেন ছোট বিনিয়োগকারীরা।

বাজারে টানা দরপতনের মধ্যে সোমবার পুঁজিবাজার ‘ঠিকই আছে’ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এমন দাবির পর মঙ্গলবার বড় দরপতন হয়েছে।

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট কমেছে। শতকরা হিসাবে যা ১ দশমিক ১৮ শতাংশ।

আপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৮৫ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ২৯৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে হয়েছে ১২ কোটি ৭১ লা টাকা।

চলমান বাজার পরিস্থিতি নিয়ে সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের সঙ্গে এক ‘জরুরি বৈঠক’ শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “পুঁজিবাজার ঠিকই আছে, যে ওঠানামা হচ্ছে সেটা স্বাভাবিক।”

শেয়ারবাজারের পরিস্থিতি নিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি সংগঠন আন্দোলন চালালেও এ বিষয়ে সংবাদপত্রে আসা খবর প্রত্যাখ্যান করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “আপনারা তো পত্রিকায় লিখতেছেন যে পুঁজিবাজার নাই; বাংলাদেশ নাই। আমরা নাই- এরকম লেখালেখি শুরু করছেন। কোথায় সেরকম ঘটনা ঘটছে? মার্কেট কোথায় ফল করছে?

“সূচক ৫৯০০ হয়েছিল। এখন ৫৩০০ হয়েছে। পুঁজিবাজারে সূচক এরকম শর্ট টার্ম ওঠানামা করতে পারে।”

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবারর ডিএসইএক্স ডিএসইএক্স ৬২ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৫ হাজার ২৬০ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ দশমিক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৫ দশমিক ৪১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২০ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭২ দশমিক ৭৪ পয়েন্টে।

ঢাকার পুঁজিবাজারে লেনদেনে অংশ নিয়েছে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৪টির, কমেছে ২৬৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে সিএসইতে লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৬টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।

ডিএসইর সামনে বিক্ষোভ
দরপতনের প্রতিবাদে মঙ্গলবারও মতিঝিলে ডিএসইর সামনে বিক্ষোভ করেছে ছোট বিনিয়োগকারীরা। এ সময় তারা বিএসইসির চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান দেন।

দুপর ১টায় ৪০/৫০ জন বিনিয়োগকারী বিভিন্ন বোকারেজ হাউজ থেকে ডিএসইর সামনে জড়ো নন। বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ করেন।

ছোট বিনিয়োগকারীদের নেতা মিজানুর রশীদ চৌধুরী বলেন, “মেয়াদ শেষ হওয়ার পরও বিএসইসির চেয়ারম্যান অবৈধভাবে দায়িত্ব পালন করছেন। খারাপ কোম্পানির আইপিও অনুমোদনের মাধ্যমে কমিশন নিচ্ছে।”

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২৪ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।