| বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ | প্রিন্ট | 51 বার পঠিত
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ফিক্সড ইনকাম ফান্ডের আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ফান্ডটির আবেদন আগামী ৭ জুলাই থেকে আবেদন শুরু হবে। যা চলবে ২০ জুলাই পর্যন্ত।
কোম্পানি সূত্রে জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আড়াই কোটি টাকা দিয়েছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
গত ১৩ জুন ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
ফান্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
ট্রাস্টি ও কাস্টডিয়ানের দায়িত্বে রয়েছে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ব্র্যাক ব্যাংক পিএলসি।
Posted ১২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | saed khan