বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০১৯ | প্রিন্ট | 433 বার পঠিত
মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্নিয়োগ পেয়েছেন মো. সফিউল আজম। তিনি ২০১৬ সালের ৮ আগস্ট ব্যাংকটির এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর সফিউল আজম ১৯৯১ সালে এবি ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং মধুমতি ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ২৮ বছরের ব্যাংকিং ক্যারিয়ার তার। পেশাগত কাজে অবদান ও সাফল্যের জন্য তিনি বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত তিনি।
Posted ১২:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০১৯
bankbimaarthonity.com | Sajeed