নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২ | প্রিন্ট | 186 বার পঠিত
আগামীকাল ২৪ থেকে ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘ফোর্থ গ্লোবাল তাকাফুল অ্যান্ড রি-তাকাফুল ফোরাম ২০২২’ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ভাইস প্রেসিডেন্ট ও নিটোল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এ কে এম মনিরুল হকের নেতৃত্বে ১০ বীমা কোম্পানির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আজ দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সেক্রেটারী মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুবাইয়ে ‘আল হোদা সেন্টার অব ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইকোনোমিক (দুবাই, ইউএই) কর্তৃক আয়োজিত এ ফোরামে ২৪ আগস্ট উদ্বোধনী দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এ কে এম মনিরুল হক।
তিনি ‘প্রসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জিং টু ডেভলপ দ্য ইসলামিক ইন্সুরেন্স ইন বাংলাদেশ’ বিষয়ে বক্তব্য রাখবেন। প্রতিনিধি দল আগামী ২৫ ও ২৬ আগস্ট দুই দিন ব্যাপী ‘পোস্ট ইভেন্ট ওয়ার্কশপ অন অপারেশনাল এসপেক্টস তাকাফুল, রি-তাকাফুল অ্যান্ড মাইক্রোতাকাফুল’ এ অংশ গ্রহণ করবেন।
২৭ আগস্ট দুবাইয়ের দুইটি তাকাফুল ইন্সুরেন্স কোম্পানির অফিস পরিদর্শন এবং রাতে প্রতিনিধি দলের সম্মানে বিশেষ নৈশভোজে অংশগ্রহণ করবেন। পরদিন ২৮ আগস্ট বিআইএ’র প্রতিনিধি দলের ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।
Posted ১২:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
bankbimaarthonity.com | rina sristy