| রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 39 বার পঠিত
শুরু হলো মহান বিজয়ের মাস ডিসেস্বর। দীর্ঘ সংগ্রাম এবং ১৯৭১ সালে নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে ডিসেম্বরের ১৬ তারিখে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশিদের জীবনে রচিত হয় সবচেয়ে বড় গৌরবের অধ্যায়।স্বাধীনতার জন্য ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম ১৯৭১ এর মার্চে এসে অগ্নি ঝরাতে শুরু করে। অপরদিকে স্বাধীনতার আন্দোলনকে স্তব্ধ করতে ভেতরে ভেতরে প্রস্তুতি নিতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী। ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশের নিরীহ মানুষের ওপর বর্বরোচিত গণহত্যা চালায়। এর পরই ২৬ মার্চে স্বাধীনতার ঘোষণা হয়।
দীর্ঘ ৯ মাস চলে বাঙালির মরণপণ যুদ্ধ। ডিসেম্বর মাসে চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় মুক্তিযুদ্ধ। এক পর্যায়ে বাঙালির বীরত্বের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয় আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানের সামরিক বাহিনী। ১৬ ডিসেম্বর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স) পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। রক্তক্ষয়ী এই মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
Posted ৩:৩৪ অপরাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy