বিবিএনিউজ.নেট | রবিবার, ২৮ জুলাই ২০১৯ | প্রিন্ট | 737 বার পঠিত
মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার প্রতিষ্ঠানের নিজস্ব ভবন মাইডাস সেন্টারের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
কোম্পানির পরিচালক মিসেস রোকেয়া আফজাল রহমান, এম. হাফিজ উদ্দিন খান, আব্দুল করিম, মো. শামসুল আলম, গোলাম রহমান, এ.কে.এম. কামরুজ্জামান, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান এবং কোম্পানি সচিব মো. আবদুল ওয়াদুদসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ও কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় ২০১৮ সালের পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন এবং আলোচ্য বছরের জন্য ২.৫% স্টক লভ্যাংশসহ সকল আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
Posted ২:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed