![bankbimaarthonity.com](https://bankbimaarthonity.com/wp-content/themes/theme-bba-01915344418/images/main_logo.png)
বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ | প্রিন্ট | 576 বার পঠিত
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপি, মো. ফরিদুল হক খান দুলাল এমপি, শামছুল আলম দুদু এমপি এবং মো. হাবিবর রহমান এমপি, স্বরাষ্ট্র সচিব মো. শহিদুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ। মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে মাদকবিরোধী কার্যক্রম দেশব্যাপী সক্রিয় ভূমিকা রাখায় এবং আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধনের সফল কর্মসূচির জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে প্রথম পুরস্কারে ভূষিত করা হয়।
Posted ১২:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed