• মার্কিন হামলায় ইরানের জ্যেষ্ঠ কমান্ডার কাসেম সোলেমানি নিহত

    বিবিএনিউজ.নেট | ০৩ জানুয়ারি ২০২০ | ১০:১৩ পূর্বাহ্ণ

    মার্কিন হামলায় ইরানের জ্যেষ্ঠ কমান্ডার কাসেম সোলেমানি নিহত
    apps

    ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি মার্কিন হামলায় নিহত হয়েছেন।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কাসেম সোলেমানিকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। আজ শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

    Progoti-Insurance-AAA.jpg

    খবরে বলা হয়, ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন কাসেম সোলেমানি। ওই হামলায় আরও কিছু মানুষ হতাহত হয়েছেন বলে জানা গেছে।

    সোলেমানির মৃত্যুর পর বিপ্লবী গার্ড বাহিনী ইরানিয়ান টেলিভিশনে এক বিবৃতিতে জানায়, জীবনভর দেশকে সেবা দেওয়া বীর কমান্ডার কাসেম সোলেমানি আজ সকালে বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় শহীদ হয়েছেন।


    মার্কিন হামলায় কাসেম সোলেমানি নিহত হওয়ার ঘটনায় ইরান পাল্টা জবাব দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    কাসেম সোলেমানি বর্তমান ইরান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নেতৃত্বে চলা কুদস ফোর্স সরাসরি দেশটির সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনির প্রতি অনুগত। তাকে ইরানে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হতো।

    এদিকে এ ঘটনা শোনার পরপরই ডোনাল্ড ট্রাম্প টুইটারে মার্কিন পতাকার একটি ছবি পোস্ট করেছেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১০:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি