
বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ০৯ মে ২০১৯ | প্রিন্ট | 760 বার পঠিত
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক ড. মাহমুদ ওসমান ইমামকে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফ থেকে এক বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
মেয়াদ শেষ হওয়ায় ব্যাংকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের পক্ষে ব্যাংকের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ড. মাহমুদ ওসমান ইমামকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ও এএসএম ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ড. মো. রহমত উল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আমানউল্লাহ, পরিচালক মোরশেদ আলম এমপি, মো. আনোয়ারুল হক, শহীদুল আহসান ও আলহাজ মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জিডব্লিউএম মোর্তজা, মো. জাকির হোসাইন, আদিল রায়হান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed