বিবিএ নিউজ.নেট | ৩১ মে ২০২১ | ৩:২৪ অপরাহ্ণ
মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মু. মাহমুদ আলম চৌধুরী।
এর আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন।
মাহমুদ আলম চৌধুরী ১৯৯৯ সালে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ব্যাংকের প্রধান শাখা, বনানী শাখা, কারওরান বাজার শাখা ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ে মানবসম্পদ বিভাগ, অডিট অ্যান্ড ইনস্পেকশন বিভাগ, বিশেষ সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, কেন্দ্রীয় আইন বিভাগ, জনসংযোগ বিভাগ, ব্রাঞ্চেস ও মার্কেটিং বিভাগ এবং সাধারণ সেবা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ ব্যাংক, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্যাংক কর্তৃক দেশে-বিদেশে আয়োজিত উচ্চতর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করেন।
মাহমুদ আলম ১৯৮৮ সালের সেপ্টেম্বরে প্রবেশনারি অফিসার হিসেবে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে যোগদানের মাধ্যমে তার চাকরিজীবন শুরু করেন। পরে এনসিসি ব্যাংক ও প্রাইম ব্যাংকে বিভিন্ন পদে চাকরি করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে সম্মানসহ স্নাতকোত্তর মাহমুদ আলম ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি জগন্নাথ মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ৩:২৪ অপরাহ্ণ | সোমবার, ৩১ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy