নিজস্ব প্রতিবেদক | ২০ অক্টোবর ২০২০ | ৬:১২ অপরাহ্ণ
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে মূখ্য নির্বাহী মোঃ কাজিম উদ্দিন চুক্তি স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড তার অনলাইন ব্যাংকিং সুবিধা, মোবাইল ব্যাংকিং সেবা ”মাইক্যাশ”, ডিজিটাল ব্যাংকিং অ্যাপ (গইখ জধরহনড়)ি, এজেন্ট ব্যাংকিং ও অন্যান্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স এর গ্রাহকদের লাইফ ইনসিওরেন্স প্রিমিয়াম সংগ্রহের দায়িত্ব পেয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জি, ডব্লিউ, এম. মোর্তজা, আদিল রায়হান ও শামীম আহমেদ, এসইভিপি ও হেড অব এইচআরডি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, হেড অফ মোবাইল ব্যাংকিং ডিভিশন (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান এফসিএ, এভিপি ও হেড অফ মার্কেটিং ডিভিশন (ভারপ্রাপ্ত) তপন জেমস রোজারিও এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, এসইভিপি ও মূখ্য আর্থিক কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, কাজী মোহাম্মদ মহসিন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ সময়: ৬:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan