বিবিএ নিউজ.নেট | ০৩ অক্টোবর ২০২১ | ৪:১৭ অপরাহ্ণ
মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারপারসন নিলুফার জাফরউল্লাহ’র সভাপতিত্বে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. শামসুজ্জামান, পরিচালক, স্বতন্ত্র পরিচালক এবং উদ্যোক্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন সভায় উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় ২০২০ সালে ব্যাংকের পরিশোধিত মূলধন ৫৭০ কোটি টাকার উপর শেয়ারহোল্ডারদের জন্য ৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) অনুমোদনসহ এবং অন্যান্য বিষয় অনুমোদন করা হয়।
২০২০ সালের ৩১ ডিসেম্বর ব্যাংকের শেয়ারহোল্ডারদের মোট ইকুইটি ছিল ৭৬১ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ৪:১৭ অপরাহ্ণ | রবিবার, ০৩ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | rina sristy