বিবিএনিউজ.নেট | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:১৮ পূর্বাহ্ণ
রাজধানীর মিরপুরের ভাসানটেক জাহাঙ্গীর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট। বুধবার দিনগত রাত দেড়টার আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের অপারেটর বাবুল মিয়া জানান, রাত দেড়টার দিকে মিরপুরের ভাসানটেক সিআরপি হাসপাতালে পেছনে জাহাঙ্গীর বস্তিতে আগুন লাগে। খরব পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট কাজ শুরু করে। পরে আরও ১৬ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, জাহাঙ্গীর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানা যায়নি। তবে ওই বস্তিতে বসবাসরতদের ঘর-বাড়ি ও ব্যবহার্য জিনিসপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা বলেছেন, তাদের বসত ঘরসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১০:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |