বিবিএ নিউজ.নেট | ১১ মার্চ ২০২১ | ৪:০১ অপরাহ্ণ
সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। মূল্যসূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। গতকাল সূচকের ঊর্ধমুখী ধারায় লেনদেন শুরু হয় বাজারে। তবে দিনভর সূচকের অনেক উঠা-নামা ছিল।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এর অবস্থান দাঁড়ায় ৫ হাজার ৫৬৪ দশমিক ৮৫ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৯ পয়েন্ট বেশি।
এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪ দশিক ৭৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৯১ পয়েন্ট বেড়েছে।
গতকাল ডিএসইতে ৮০৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭০ কোটি ২৩ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৮৭৯ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইতে মোট ৩৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, দর কমেছে ১২২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১৫টি কোম্পানির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকে ছিল মিশ্র অবস্থা। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪ দশমিক ০৬ য়েন্ট কমে ১৬ হাজার ১৬৯ দশমিক ৬১ পয়েন্টে নেমেছে। সিএসই৩০ সূচক ৫১ দশমিক ৭১ পয়েন্ট কমে ১২ হাজার ৪১৮ দশমিক ২২ পয়েন্ট হয়েছে।
সিএসইতে মোট ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, দর কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।
বাংলাদেশ সময়: ৪:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy